Wednesday, April 27, 2011

Amitava Mukhopadhyay-r Kbita - অনামিকা - ৩ , ৪

অনামিকা  - ৩ 
আর কত রাত 
জেগে একা বসে থাকবো 
তার জন্যে -
কতবার হেটেছি
স্বপ্নের মেঠো পথে
শুনেছি বাউলের একতারায় 
সেই ভালোলাগা সুর 
কতো সাজানো গোছানো মুখ 
চলে গেছে উঁকি দিয়ে 
আমার মনের চিলেকোঠায় 
আলো নেই 
ভাবিনি এমন হবে -
মন কেমন করে 
একটা বিকেলের জন্যে ...

অনামিকা - ৪
স্বপ্নের চোখ দুটো 
ভারী হয়ে আছে 
ক্লান্ত হৃদয় ভালবাসা হারিয়েছে,
নির্জন কনো দুপুরের ক্লান্ত রোদে 
চড়াইয়ের দুরন্তপনায় 
ফেলে আসা স্মৃতির পাতা 
ঝরে গেছে বকুলের |
ভীষণ এক ঘেয়ে লাগে আজ 
কোকিলের কুজন -
আমার মনের অন্দরমহলে 
অজানা চুরির শব্দ,
সে নেই - 
তার জন্যে খুব মন কেমন করে ...  

Wednesday, April 20, 2011

Amitava Mukhopadhyay-r Kbita - অনামিকা - ২

অনামিকা - ২

দুটি মনের
এপারে বিশ্বাস ওপারে ভাবিষ্যত
মাঝে তৃষিত ভালবাসা
ক্লান্ত হৃদয়ের
নোনতা ঘামে ভেসে যায়
স্বপ্নের ভগ্ন খেয়া -
জীর্ণ শীর্ণ দেহে
পথে পথে
আজও হেঁটে চলে সে
ভালবাসা কাঙাল
জীবন পথের পথিক
...

Friday, April 15, 2011

Amitava Mukhopadhyay-r Kbita - সে কেমন কথা - part 2

সে কেমন কথা - (চার )
                -অমিতাভ মুখোপাধ্যায় 
 সে কেমন চাওয়া পাওয়া 
যা শুধু বন্ধুর সাথে চলে 
সে কেমন অস্থিরতা
যা শুধু বন্ধু কে নিয়েই ,
সে কেমন নির্জনতা 
যা শুধু বন্ধুকে খোঁজে 
সে কেমন আকুল হৃদয় 
যা শুধু বন্ধুর জন্যে কাঁদে |

সে কেমন কথা (পাঁচ )
              - অমিতাভ মুখোপাধ্যায়
সে কেমন মনের কথা 
যা শুধু বন্ধুই বোঝে 
সে কেমন হাতের পরশ 
যা শুধু বন্ধুর হাতেই আছে,
সে কেমন মুখের বাহার 
যা শুধু বন্ধুজনেই সাজে 
সে কেমন চলন-বলন
যা শুধু বন্ধুর সাথে শেখা |

সে কেমন কথা (ছয়)
                  - অমিতাভ মুখোপাধ্যায়
সে কেমন কবিতা লেখা 
যা শুধু বন্ধুকে নিয়েই 
সে কেমন চড়ুইভাতি
যা শুধু বন্ধুর মন টানে,
সে কেমন ছেলেবেলা 
যা শুধু বন্ধু হয়েই থাকে 
সে কেমন বড় ওয়া
             যা শুধু  বন্ধুর মন বোঝে |  >>> চবে
  

Thursday, April 14, 2011

Amitava Mukhopadhyay-r Annya Kbita 9 - banglar chhele


Amitava Mukhopadhyay-r Annya Kbita 8


Amitava Mukhopadhyay-r Kbita - আহ্ববান

আহ্ববান 
                  -অমিতাভ মুখোপাধ্যায় 

রাত পোহালেই সে আসবে 
শুনতে কি পাও তার পদধ্বনি তোমরা 
মানের ইচ্ছে গুলো উজার করে 
এসো বন্ধু নতুন হই আমরা 

আজ অমিতাভ একা নয় 
তোমরাও আছ সাথে 
নব আনন্দের গানে মিলেমিশে 
একাকার হই সেই পথে...  

Saturday, April 9, 2011

Amitava Mukhopadhyay-r Annya Kbita 7


Amitava Mukhopadhyay-r Annya Kbita 6


Amitava Mukhopadhyay-r Annya Kbita 5


Amitava Mukhopadhyay-r Kbita - সে কেমন কথা

সে কেমন কথা (এক) - অমিতাভ মুখোপাধ্যায়

সে কেমন কথা    
যা শুধু বন্ধু জানে 
  সে কেমন প্রেরনা  
যা শুধু বন্ধুর মনে  
সে কেমন ভালবাসা  
যা শুধু বন্ধু হতে লাগে ... 
 সে কেমন কথা (দুই) 
সে কেমন ব্যাকুলতা  
যা বন্ধুর জন্য শুধু 
সে কেমন শীতলতা 
বন্ধুর হাতে আছে  
সে কেমন আনন্দ  
যা শুধু বন্ধুর সাথে মিশে  
সে কেমন উন্মাদনা  
যা লাগে বন্ধুর হাত ধরতে ?  
 সে কেমন কথা (তিন)  
সে কেমন লাজুকতা  
যা শুধু বন্ধুর চোখে আছে  
সে কেমন অভিমান  
যা শুধু বন্ধুর সাথেই চলে  
সে কেমন চোখের জল  
যা শুধু বন্ধুর হাতেই মোছে ...
                                  --চলবে ...