Tuesday, May 3, 2011

Amitava Mukhopadhyay-r Kbita - রাজনীতি

রাজনীতি 
                               - অমিতাভ মুখোপাধ্যায়
ওদের জন্যে রাজনীতি নয়
ওদের পেশা খুন করা 
রাজনীতির মুখোশ এঁটে 
করছে মাকে পুত্রহারা |

ভাই মারছে ভাইকে ছুরি 
ধর্ষিতা বোন পড়ছে মারা
ওদের জন্যে রাজনীতি নয়
ওদের পেশা খুন করা |


রঙ্গিন দলের রক্ত নেশা 
এপার ওপার সেপার ধায় 
 নিত্ত নতুন মানুষ নিয়ে 
করছে দেশের রক্ত ক্ষয় |


দিনের শেষে সূর্য় ডোবে
রাত বিরেতে দাঙ্গা করা 
ওদের জন্যে রাজনীতি নয়
ওদের পেশা খুন করা |


No comments:

Post a Comment