অনামিকা - ৩
আর কত রাত
জেগে একা বসে থাকবো
তার জন্যে -
কতবার হেটেছি
স্বপ্নের মেঠো পথে
শুনেছি বাউলের একতারায়
সেই ভালোলাগা সুর
কতো সাজানো গোছানো মুখ
চলে গেছে উঁকি দিয়ে
আমার মনের চিলেকোঠায়
আলো নেই
ভাবিনি এমন হবে -
মন কেমন করে
একটা বিকেলের জন্যে ...
অনামিকা - ৪
স্বপ্নের চোখ দুটো
ভারী হয়ে আছে
ক্লান্ত হৃদয় ভালবাসা হারিয়েছে,
নির্জন কনো দুপুরের ক্লান্ত রোদে
চড়াইয়ের দুরন্তপনায়
ফেলে আসা স্মৃতির পাতা
ঝরে গেছে বকুলের |
ভীষণ এক ঘেয়ে লাগে আজ
কোকিলের কুজন -
আমার মনের অন্দরমহলে
অজানা চুরির শব্দ,
সে নেই -
তার জন্যে খুব মন কেমন করে ...