সে কেমন কথা (এক) - অমিতাভ মুখোপাধ্যায়
সে কেমন কথা
যা শুধু বন্ধু জানে
সে কেমন প্রেরনা
যা শুধু বন্ধুর মনে
সে কেমন ভালবাসা
যা শুধু বন্ধু হতে লাগে ...
সে কেমন কথা (দুই)
সে কেমন ব্যাকুলতা
যা বন্ধুর জন্য শুধু
সে কেমন শীতলতা
বন্ধুর হাতে আছে
সে কেমন আনন্দ
যা শুধু বন্ধুর সাথে মিশে
সে কেমন উন্মাদনা
যা লাগে বন্ধুর হাত ধরতে ?
সে কেমন ব্যাকুলতা
যা বন্ধুর জন্য শুধু
সে কেমন শীতলতা
বন্ধুর হাতে আছে
সে কেমন আনন্দ
যা শুধু বন্ধুর সাথে মিশে
সে কেমন উন্মাদনা
যা লাগে বন্ধুর হাত ধরতে ?
সে কেমন কথা (তিন)
সে কেমন লাজুকতা
যা শুধু বন্ধুর চোখে আছে
সে কেমন অভিমান
যা শুধু বন্ধুর সাথেই চলে
সে কেমন চোখের জল
যা শুধু বন্ধুর হাতেই মোছে ...
সে কেমন লাজুকতা
যা শুধু বন্ধুর চোখে আছে
সে কেমন অভিমান
যা শুধু বন্ধুর সাথেই চলে
সে কেমন চোখের জল
যা শুধু বন্ধুর হাতেই মোছে ...
--চলবে ...
No comments:
Post a Comment