Wednesday, April 20, 2011

Amitava Mukhopadhyay-r Kbita - অনামিকা - ২

অনামিকা - ২

দুটি মনের
এপারে বিশ্বাস ওপারে ভাবিষ্যত
মাঝে তৃষিত ভালবাসা
ক্লান্ত হৃদয়ের
নোনতা ঘামে ভেসে যায়
স্বপ্নের ভগ্ন খেয়া -
জীর্ণ শীর্ণ দেহে
পথে পথে
আজও হেঁটে চলে সে
ভালবাসা কাঙাল
জীবন পথের পথিক
...

No comments:

Post a Comment