Friday, April 15, 2011

Amitava Mukhopadhyay-r Kbita - সে কেমন কথা - part 2

সে কেমন কথা - (চার )
                -অমিতাভ মুখোপাধ্যায় 
 সে কেমন চাওয়া পাওয়া 
যা শুধু বন্ধুর সাথে চলে 
সে কেমন অস্থিরতা
যা শুধু বন্ধু কে নিয়েই ,
সে কেমন নির্জনতা 
যা শুধু বন্ধুকে খোঁজে 
সে কেমন আকুল হৃদয় 
যা শুধু বন্ধুর জন্যে কাঁদে |

সে কেমন কথা (পাঁচ )
              - অমিতাভ মুখোপাধ্যায়
সে কেমন মনের কথা 
যা শুধু বন্ধুই বোঝে 
সে কেমন হাতের পরশ 
যা শুধু বন্ধুর হাতেই আছে,
সে কেমন মুখের বাহার 
যা শুধু বন্ধুজনেই সাজে 
সে কেমন চলন-বলন
যা শুধু বন্ধুর সাথে শেখা |

সে কেমন কথা (ছয়)
                  - অমিতাভ মুখোপাধ্যায়
সে কেমন কবিতা লেখা 
যা শুধু বন্ধুকে নিয়েই 
সে কেমন চড়ুইভাতি
যা শুধু বন্ধুর মন টানে,
সে কেমন ছেলেবেলা 
যা শুধু বন্ধু হয়েই থাকে 
সে কেমন বড় ওয়া
             যা শুধু  বন্ধুর মন বোঝে |  >>> চবে
  

No comments:

Post a Comment